আপনি অনলাই থেকে ইনকাম নিয়ে অনেকদিন ধরেই অনেক পদ্ধতিই অবলম্বন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বস্ত কোন মাধ্যম বা প্লাটফর্ম খুঁজে পাননি , যেখান থেকে আপনি একদম সহজ কাজ করেই ইজিলি অনলাইন আর্নিং জেনারেট করতে পারবেন এবং সেটা উইড্রো করে ক্যাশ হিসেবে হাতে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সহজ মাধ্যম শেয়ার করবো, যেখানে আপনি শুধুমাত্র আর্টিকেল পড়েই আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে আর্টিকেল পড়েই অনলাইন থেকে উপার্জন করা সম্ভব।
কিভাবে আর্টিকেল পড়ে অনলাইন থেকে ইনকাম শুরু করবেন?
প্রথমে আপনাকে ডিজিটাল কেয়ার বিডি ওয়েবসাইট টি ব্রাউজ করতে হবে। সাইটের মেন্যুবার থেকে “Earn Money” বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের ছবিতে দেওয়া “Post View” বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অবলম্বন করতে হবে।

কিভাবে পোস্ট পড়তে হবে?
প্রথমে আপনি আমাদের ব্লগ পেইজ থেকে একটি পোস্ট ভিউ করবেন। ভিউ করার পর সম্পুর্ন পোস্ট টি স্বাভাবিকভাবে পড়লে যেভাবে পড়ে ঠিক সেভাবেই ১-২ মিনিট ধরে পড়বেন। পোস্ট পেইজের বিভিন্ন জায়গায় কিছু এডস শো করবে, আপনি আপনার ইচ্ছানুযায়ী যেকোন একটা এডস এ ক্লিক করবেন। এডস এ ক্লিক করার পর যে পেইজে আপনাকে নিয়ে যাবে সেই পেইজে ১-২ মিনিট ধরে এক্টিভিটি করবেন। ০২ মিনিট অতিক্রম করার পর আপনি ব্যাক বাটন চেপে পুনরায় আমাদের পোস্ট এ ফিরে আসবেন।
পোস্টে ফিরে আসার পর নিচের ছবির মতো পোস্টে নিচে দেওয়া “Next Step” বাটনে ক্লিক করবেন। কিছু টাইম কাউন্ট করার পর আপনাকে অটোমেটিক আরেকটি পেইজ নিয়ে যাবে।

আপনার টাস্ক কমপ্লিট এর পূর্বে কনফার্ম করার জন্য পোস্ট পেইজ থেকে নিচের ছবির মতো এই পেইজে নিয়ে আসবে ।

পোস্ট কনফার্মেশন পেইজ থেকে “Next Step” বাটনে ক্লিক করবেন। কিছু টাইম কাউন্ট করার পর আপনাকে অটোমেটিক আরেকটি পেইজ নিয়ে যাবে। যেখান থেকে আপনাকে আপনার টাস্ক টি সম্পন্ন করার জন্য একটি বাটন চাপতে হবে। নিচের ছবিতে দেখানো হলোঃ

উপরে দেওয়া পেইজ থেকে আপনি ক্লিক করার জন্য দুটি বাটন পাবেন। “YES” এবং “NO” , আপনি যদি সত্যিই আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকেন তাহলে ” YES ” বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো কারনে সঠিকভাবে কাজ করে না থাকেন বা আপনি আমাদের টাস্ক কমপ্লিট করা ছাড়াই এই পেইজে আসেন তাহলে “NO” বাটনে ক্লিক করবেন । কাজ সঠিকভাবে সম্পন্ন না করেও যদি আপনি ইয়েস বাটনে ক্লিক করে থাকেন তাহলে আমাদের আর্টিফিসিয়াল রোবট আপনাকে ডিটেক্ট করে আপনার একাউন্ট টি যেকোন সময় সাসপেন্ড করে দিবে। আর নো বাটনে ক্লিক করলে আপনার কোন সমস্যাই হবে না।
One thought on “আর্টিকেল পড়ে অনলাইন থেকে ইনকাম করুন।”
Good article thanks