Delivery Policy

আপনাকে আমাদের প্লাটফর্মে স্বাগতম। আমরা সকলেই জানি প্রতিটা ব্যবসার একটা অবকাঠামো থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের পলিসিও বিদ্যমান। একটা প্রতিষ্ঠান বা ব্যবসাকে সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করার জন্য একেকটা পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। 

আপনারা যখন আমাদের প্লাটফর্মে একটি অর্ডার প্লেস করেন তখন সেটা ভেরিফাই এর মাধ্যমে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সেকশন থেকে প্রসেসিং করার পর একটি নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পন্ন করা হয়ে থাকে। এই অর্ডার প্লেস করার পর থেকে কমপ্লিট , রিপ্লেস বা রিফান্ড করার মতো প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই আমরা আমাদের প্রতিঠানের জন্য ডেলিভারি পলিসি তৈরী করেছি। যার মাধ্যমে আপনাদের অর্ডারগুলো সুপরিকল্পিতভাবে আমরা সম্পন্ন করি। যদি কোনও কারণে ডেলিভারি সম্পন্ন করতে আমরা ব্যার্থ হই তাহলেও সেটা নির্ধারিত সময়ের মধ্যেই রিফান্ড করার সুযোগ এই ডেলিভারি পলিসির মাধ্যমেই নিয়ন্ত্রন করা হয়। 

একটি অর্ডার সঠিকভাবে প্লেস হবার পর আমরা অর্ডারটি ভেরিফাই এর মাধ্যমে প্রসেসিং করার জন্য কিছুক্ষন সময় নিয়ে থাকি। অর্ডার প্রসেসিং করার পর যত দ্রুত সম্ভব আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সেকশন থেকে প্রসেসিং অর্ডারগুলো সম্পন্ন করা হয়ে থাকে। 

প্রতিটি অর্ডার ডেলিভারী সম্পন্ন করার জন্য আমাদের এভারেজ টাইম ০৫ মিনিট থেকে ০৬ ঘন্টা পর্যন্ত লেগে থাকে। তবে আমাদের অর্ডার সেকশনের পরিস্থিতি, কাজের পরিধি, সময়ের ব্যাবধান, জনবলের পরিমান, অর্ডারের পরিমান সবকিছু মিলিয়ে আপনার অর্ডারটি কখনো ০৫-৩০ মিনিটের মধ্যেই ডেলিভারি হতে পারে আবার কোনওক্ষেত্রে ০৬ ঘণ্টার বেশী সময়ো লাগতে পারে।

আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডেলিভারীর সময় এখনো পর্যন্ত অর্ডারের সময় থেকে ৭২ ঘন্টা পর্যন্ত। 

তবে গ্রাহকের অনুমতিক্রমে অর্ডারটি ডেলিভারি সম্পন্ন হতে ৭২ ঘন্টা এর চেয়ে লম্বা সময় পর্যন্ত প্রসেসিং অবস্থায় রাখা যেতে পারে পারে। 

একটি অর্ডার প্লেস করার পর ৭২ ঘন্টার মধ্যে যদি ডেলিভারি কমপ্লিট না হয় তাহলে, আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সেকশন থেকে প্রয়োজন অনুযায়ী আপনার প্রোভাইডকৃত কন্টাক্ট নাম্বারে যোগাযোগের মাধ্যমে অথবা যোগাযোগ ব্যাতীত আপনার অর্ডারটি রিফান্ড করা হবে। 

আপনার অনুমতিক্রমে অর্ডারটি ডেলিভারি সম্পন্ন হতে ৭২ ঘন্টা এর চেয়ে লম্বা সময় পর্যন্ত প্রসেসিং অবস্থায় থাকতে পারে। 

আপনার অর্ডারটি যদি অফিসিয়ালি ৭২ ঘন্টা অতিক্রম করার আগে বা পরে রিফান্ড করে দেওয়া হয় , সেক্ষেত্রে আপনি অর্ডারের সময় যে নাম্বার বা একাউন্ট থেকে অর্ডারের জন্য পেমেন্ট পরিশোধ করেছিলেন সেই একাউন্ট বা নাম্বারেই আপনার রিফান্ডকৃত টাকা সেন্ড করা হবে। 

আমাদের পলিসি অনুযায়ী কোন অর্ডার ৭২ ঘন্টার পূর্বে রিফান্ড করার কোন নিয়ম নেই। যদি কোনও কারনে গ্রাহক নিজে থেকেই অর্ডার রিফান্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে আমরা গ্রাহকের তথ্য ভেরিফাই করার মাধ্যমে অফিস টাইমের মধ্যেই অর্ডারটি রিফান্ড করে দেব। 

তবে সেক্ষেত্রে অবশ্যই অর্ডারকৃত পন্যের মূল্য থেকে ০৫% সার্ভিস চার্জ কর্তন করার পর যে এমাউন্ট আসে, শুধুমাত্র সেটাই গ্রাহকের একাউন্ট বা নাম্বারে রিফান্ড ব্যালেন্স হিসেবে প্রেরণ করা হবে। অর্ডারের সময় পেমেন্ট প্রসেসিং চার্জ হিসেবে প্রেরনকৃত অতিরিক্ত টাকা ফেরতযোগ্য নয়। 

অর্ডার ডেলিভারির সময় যদি ভূলবশত গ্রাহককে ভূল অথবা রিপ্লেসযোগ্য পণ্য ডেলিভারি করা হয়ে থাকে তাহলে গ্রাহক আমাদের সাপোর্টে যোগাযোগের মাধ্যমে সেটা সমাধান কোনপ্রকার সার্ভিস চার্জ প্রদান করা ছাড়াই পেয়ে যাবে। 

Sign in

No account yet?

Facebook Email Instagram YouTube
We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.