কিভাবে ব্লুবার্ড একাউন্ট বা কার্ড ক্রয় করবেন?

Buy Bluebird visa card

ডিজিটাল কেয়ার বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি ব্লগ লিখেছি, কিভাবে অনলাইন থেকে বা আমাদের প্লাটফর্ম থেকে ব্লুবার্ড ভিসা কার্ড ক্রয় করবেন বা অর্ডার করবেন।

একটা বিষয় সবাই জানি, বর্তমানে অনলাইন সবার হাতের কাছে থাকায় অনেকেই এর মাধ্যমে প্রতারিত করছেন। যার ফলে আমাদের মধ্যে অনেকেই ব্লুবার্ড কার্ড ক্রয় করতে গিয়েও প্রতারিত হচ্ছি। তাই আপনাদের কথা চিন্তা করতে আমরা সহজ ভাষায় আমাদের ব্লগ টি লিখলাম।

ব্লুবার্ড কার্ড বা একাউন্ট কি?

ব্লুবার্ড হচ্ছে একটি ব্যাংক এর নাম। এই ব্যাংক এর মাদার ব্রাঞ্চ বা মাতৃ শাখা ইউএস এ অবস্থিত। এই ব্যাংকের অধীনে গ্রাহকদের ব্যাবহারের জন্য যে একাউন্ট এবং কার্ড দেওয়া হয় সেটাই আমরা সকলেই ব্যবহার করে থাকি।

নিজের নামে একাউন্ট বা কার্ড করা যাবে কি?

আপনি যদি একজন ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার সকল প্রমানপত্র ও তথ্য ব্যবহার করে আপনি নিজের নামে ব্লুবার্ড ব্যাংক একাউন্ট ও কার্ড তৈরী করে নিতে পারবেন। অন্যথায় নিজের নামে করা সম্ভব নয়।

তাহলে কার্ড কোথায় পাবো?

এবার আপনি মূল পয়েন্ট টি পড়ছেন। অনলাইনে অনেক সেলার পেয়ে যাবেন যারা ব্লুবার্ড কার্ড সেল করে থাকে। চুর বাটপার থেকে শুরু করে হাজারো ভালো ব্যাক্তিরাও এইসব কার্ড ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। তাই কার্ড ক্রয় করার ক্ষেত্রে প্রায় সবাইকেই অনেক চিন্তা করে তারপর ক্রয় করার জন্য অর্ডার করতে হচ্ছে। কার কাছ থেকে কার্ড বা একাউন্ট ক্রয় করবেন সেটাই এখন সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতে হবে।

আপনি অনলাইনে সার্চ করলে অনেক ধরনের ব্যাক্তি বা প্রতিষ্ঠান খুঁজে পাবেন যারা ব্লুবার্ড কার্ড বা একাউন্ট সেল করছে। কিন্তু সবার মধ্য থেকে আপনি কিভাবে আপনার জন্য সেরা প্রোভাইডার কে খুঁজে বের করবেন?

যাদেরকে আপনার কাছে সেরা মনে হবে তাদের কাছ থেকেই আপনি নিশ্চিত হয়ে আপনার জন্য ব্লুবার্ড একাউন্ট ও কার্ড ক্রয় করবেন।

আমাদের ওয়েবসাই বা শপ থেকে কার্ড ক্রয় করার জন্য এইখানে ক্লিক করুন।

ক্রয়ের পূর্বে লক্ষণীয় বিষয়গুলোঃ

সবাই যেহেতু কার্ড সেল করে সেহেতু আপনার জন্য বেস্ট প্রোভাইডার খোজার জন্য আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

  • কার্ড ক্রয় করার পর রিপ্লেস গেরান্টি দিচ্ছে কিনা।
  • কার্ড লকড হয়ে গেলে আনলক এর জন্য সার্ভিস দিচ্ছে কিনা।
  • কার্ডের ব্যাপারে আপনাকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত করছে কিনা।
  • ব্লুবার্ড সম্পর্কে তার ধারনা কতটুকু যাচাই করতে হবে।
  • তারা ব্লুবার্ড ডলার সাপোর্ট দিতে পারবে কিনা।
  • কার্ডের সমস্যা সমাধানের উপায়গুলো জানা আছে কিনা ইত্যাদি।

উপরের এই কয়েকটি ব্যাপারে লক্ষ্য রেখেই আপনাকে যেকারো কাছ থেকে ব্লুবার্ড একাউন্ট ক্রয় করা উচিৎ।

কিভাবে ব্লুবার্ড কার্ড ও একাউন্ট ক্রয় করবেনঃ

সবকিছুই আলোচনা করা হলো । এখন কার্ড ক্রয় কিভাবে করবেন সেটা বলা যাক। আপনি যদি অন্য কোন প্রোভাইডারের কাছ থেকে ব্লুবার্ড ক্রয় করেন তাহলে অর্ডারের পলিসি তারাই আপনাকে অবগত করবন। আপনি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে তান তাহলে নিচের লিংক থেকে অর্ডার করে ব্লুবার্ড একাউন্ট ও কার্ড ক্রয় করে নিতে পারেন।

অর্ডার লিংকঃ https://digitalcarebd.com/product/bluebird-visa-card/

আপনার যদি কার্ড ক্রয় করার জন্য কোন প্রকার হেল্প প্রয়োজন হয় বা আমাদের সাথে কন্টাক্ট করার প্রয়োজন মনে হয় তাহলে এখুনি আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন এখান থেকেঃ https://m.me/DigitalCarebd.FB

[adinserter block="1"]

Post Progress

One thought on “কিভাবে ব্লুবার্ড একাউন্ট বা কার্ড ক্রয় করবেন?

  1. Thanks for another great post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Facebook Email Instagram YouTube
We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.
Start typing to see products you are looking for.